
দুবাই বা পুরো UAE-তে সবজির বায়ার খুঁজে পাওয়া যায় কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করলে। আমি আপনাকে ধাপে ধাপে বলছি:
১. B2B মার্কেটপ্লেস ব্যবহার করুন:
এগুলোতে অনেক আমদানিকারক থাকে যারা নিয়মিত নতুন সরবরাহকারীর খোঁজে থাকে—
Alibaba
TradeIndia
ExportHub
Go4WorldBusiness
Made-in-China
Tradekey (UAE based buyers বেশি থাকে)
এই সাইটগুলোতে প্রোফাইল খুলে পণ্য আপলোড করে Message/Quotation পাঠান।
আমরা এক্সপোর্ট সেবা এ-ই রকম একটা পোর্টালের কাজ করছি, আপনিও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন।
২. দুবাইয়ের হোলসেল মার্কেট রিসার্চ করুন:
দুবাইয়ের Vegetable and Fruit Market – Al Aweer Market এই মার্কেট দুবাইয়ের প্রধান হোলসেল মার্কেট। এখানকার ডিলারদের লিস্ট অনলাইনেও পাওয়া যায় বা সরাসরি গিয়ে যোগাযোগ করলে ভালো রেসপন্স পাওয়া যায়।
দুবাইতে আমরা একটা সাপোর্ট সিস্টেম তৈরি করছি, যাতে এক্সপোর্ট সেবার মেম্বারদের পেমেন্ট জনিত যেকোন সাপোর্ট দিতে পারি।
৩. বাংলাদেশি এক্সপোর্টারদের নেটওয়ার্ক ধরুন:
দুবাইতে যারা আগে থেকেই সবজি রপ্তানি করছে, তাদের সাথে যোগাযোগ করে buyer introduction নেয়ার চেষ্টা করুন। অনেক সময় তারা excess order বা নতুন buyer শেয়ার করে।
We can help you to manage buyer THROUGH our consultancy services (www.bdexporter.com)
৪. দুবাইয়ের Importer Directory ব্যবহার করুন:
Google-এ সার্চ করুন:
“Vegetable Importers in দুবাই contact list”
“UAE food importers directory pdf”
এতে অনেক কোম্পানির নাম, ইমেইল, ফোন নম্বর পাবেন।
৫. Social Media এবং LinkedIn ব্যবহার করুন:
LinkedIn-এ গিয়ে এই টার্মগুলো সার্চ করুন—
Vegetable Importer দুবাই
Procurement Officer – Food Company UAE
Purchase Manager – Fruits & Vegetables UAE
ওদের সাথে Connect করে Introduction দিয়ে Message পাঠান।
৬. বাংলাদেশ দূতাবাস বা দুবাই Business Chamber এর মাধ্যমে:
Bangladesh Consulate in দুবাই (Commercial Wing)
তারা অনেক সময় verified buyer খুঁজে দিতে সাহায্য করে।
দুবাই Chamber of Commerce-এ রেজিস্টার্ড কোম্পানির ডেটাবেস থাকে।
বায়ার রিলেটেড যেকোন সাপোর্ট ও পরামর্শের জন্য আমাদের মান্থলি ডে লং প্রোগ্রামে জয়েন করুন। www.bdexporter.com
৬৪ জেলার পণ্য এবার যাবে বিদেশে!