খাস ফুড এবং এক্সপোর্ট সেবার মদ্ধে সমঝতা স্মারক সাক্ষরিত হয়েছে

বাংলাদেশের খাদ্যপণ্য খাতের অন্যতম উদীয়মান প্রতিষ্ঠান “খাস ফুড” এবং রপ্তানি খাতের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম “এক্সপোর্ট সেবা”-র মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশের প্রাকৃতিক ও অর্গানিক খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজতর করা এবং দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করা।

এই চুক্তির মাধ্যমে “খাস ফুড” তার মানসম্পন্ন ও স্বাস্থ্যকর খাদ্যপণ্যসমূহ “এক্সপোর্ট সেবা”-র সহযোগিতায় বৈদেশিক ক্রেতাদের নিকট পৌঁছে দিতে পারবে। পাশাপাশি “এক্সপোর্ট সেবা” তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে রপ্তানির প্রক্রিয়া, ডকুমেন্টেশন, বাজার গবেষণা এবং বিদেশি বায়ারের সংযোগ প্রদান করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “খাস ফুড”-এর প্রতিষ্ঠাতা/প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল মুস্তফা এবং “এক্সপোর্ট সেবা”-র প্রধান নির্বাহী জাহিদ হোসাইন। উভয় পক্ষই এই চুক্তিকে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।

এই সমঝোতার ফলে বাংলাদেশের গুণগতমানসম্পন্ন খাদ্যপণ্য বিদেশি বাজারে একটি শক্ত অবস্থান নিতে সক্ষম হবে বলে উভয় প্রতিষ্ঠান আশাবাদ ব্যক্ত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top