Premium Fruits এর সাথে কাজ শুরু করেছে এক্সপোর্ট সেবা। লক্ষ্য ইউরোপ এবং গালফে আম রপ্তানি।By bdexporter.app@gmail.com / May 11, 2025 বাংলাদেশের প্রিমিয়াম ফল, বিশেষ করে আম, বিশ্ব বাজারে বিশাল সম্ভাবনা তৈরি করেছে। এক্সপোর্ট শেবা এই সম্ভাবনাকে কাজে লাগাতে দেশীয় ফল উৎপাদকদের ইউরোপীয় এবং গালফ দেশগুলোর বাজারে প্রবেশে সহায়তা প্রদান শুরু করেছে।