এক্সপোর্ট সেবার সাহায্য নিয়ে মনজুর আলম ভাই ব্যবসা করছেন বিদেশে
মনজুর আলম ভাই। ট্রাস্ট এগ্রো ফুড প্রোডাক্টস এর কর্নধার। ‘প্রিয়’ ব্র্যান্ডনেম এর আন্ডারে গড়ে তুলেছেন বিভিন্ন ফ্লেভারের আচার, সরিষার তেল, গুড়া মসলাসহ আরো অনেক প্রোডাক্ট। এর সিংহভাগই রপ্তানী করছেন বিদেশের বাজারে।
আমরা এক্সপোর্ট সেবা থেকে মনজুর ভাইয়ের মতো সাহসী উদ্যোক্তাদের পণ্যগুলো বিদেশের বাজারে পৌছাতে সাহায্য করতে পেরে গর্বিত।
আপনার যেকোনোও পণ্য বিদেশের বাজারে পৌছাতে সব ধরনের সাহায্য করবে এক্সপোর্ট সেবা। প্রোডাক্ট সিলেকশন, ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ, বায়ার সার্চিং, ডকুমেন্টেশন, লাইসেন্সিং, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিংসহ সব ধরনের সেবা পাবেন এক্সপোর্ট সেবা থেকে।